শুক্রবার রাত ২টার পর থেকে এ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে বলে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান।
ঘটনার বর্ণনায় ওসি বলেন, শুক্রবার বিকাল ৫টার দিকে গাড়ি পাশকে কেন্দ্র করে নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের গাড়ি চালক ও এক ট্রাক চালকের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে স্থানীয় পরিবহন শ্রমিকরা রাস্তা অবরোধ করে এবং যান চলচল বন্ধ করে দেয়।
অবরোধের কারণে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের দুপাশে বিভিন্ন ধরনের যান আটকা পড়ায় চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, “পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই একটা সুরাহা হবে।”
এ বিষয়ে শ্রমিক ইউনিয়ন কাশিগঞ্জ শাখার সভাপতি হামিদুল হক বলেন, “অন্যায়ভাবে ট্র্রাক চালককে মারধর করা হয়েছে। ঘটনার পর বিচার চাইলেও পুলিশ কোনো সুরাহা করেনি। তাই এ ঘটনার প্রতিবাদে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।”