ক্যাটাগরি

ঝিনাইদহে সাড়ে ১৪ কেজি রূপার অলঙ্কারসহ গ্রেপ্তার ১

শনিবার দুপুরে ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কের ভেটেরিনারি কলেজের সামনের সড়কে
এক বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জেলার গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার
হোসেন।

গ্রেপ্তার আব্দুর রশিদ চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ফুলবাড়ি গ্রামের
জামাত আলি মালিতার ছেলে।

ওসি আনোয়ার জানান, তারা গোপন সুত্রে খবর পান, দর্শনা সীমান্ত দিয়ে ভারত
থেকে চোরা পথে আনা রূপার অলঙ্কারের একটি চালান বাসে করে ঢাকায় নেওয়া হচ্ছে।

গোয়েন্দা পুলিশের একটি দল ভেটেরিনারি কলেজের সামনে বাসে তল্লাশি করে আব্দুর
রশিদকে সাড়ে ১৪ কেজি রূপার অলঙ্কাসহ গ্রেপ্তার করে।

“এ অলঙ্কারের দাম ১৮ লাখ টাকা।”

এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে বলেছে পুলিশ।