ক্যাটাগরি

ঢাবি উপ-উপাচার্য মাকসুদ কামাল করোনাভাইরাসে আক্রান্ত

শুক্রবার রাতে বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে তিনি নিজেই বিষয়টি
জানিয়েছেন।

অধ্যাপক মাকসুদ কামাল
বলেন, “গত
৭ ফেব্রুয়ারি
করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছিলাম। কয়েকদিন আগে আমার সঙ্গে
থাকা দু’জন শিক্ষকের
করোনা পজিটিভ
এসেছিল।
এরপর থেকে
আমার শরীরেও
কিছু লক্ষণ
দেখা দেয়। পরে কোভিড টেস্টের জন্য
নমুনা দিলে
বৃহস্পতিবার রিপোর্ট পজিটিভ আসে।”

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
শিক্ষক কোয়ার্টারের
বাসায় আইসোলেশনে
থেকে চিকিৎসা নিচ্ছেন অধ্যাপক
মাকসুদ কামাল।

এর আগে গত
বছর নভেম্বরে
তার পরিবারের
বেশ কয়েকজন
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে সে সময় তিনি
সুস্থই ছিলেন।

গত ৭ ফেব্রুয়ারি
উপাচার্য অধ্যাপক
মো. আখতারুজ্জামান,
উপ-উপাচার্য
(প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদের সঙ্গেই
বিএসএমএমইউ কোভিড সেন্টার থেকে করোনাভাইরাসের
টিকা নেন
অধ্যাপক মাকসুদ
কামাল।