ক্যাটাগরি

বগুড়ায় কারখানায় আগুন লেগে এক শ্রমিক নিহত

বৈদ্যুতিক শট
সার্কিট থেকে আগুন লাগে বলে বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার
ভোর ৬টার দিকে হঠাৎ করে কয়েল তৈরির কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের
তিনটি ইউনিট গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সেখান থেকে এক শ্রমিকের  মরদেহ উদ্ধার করা হয়।

“প্রাথমিকভাবে
ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগেছে।”

নিহত শ্রমিকের
নাম বেলাল হোসেন (২৫) বলে জানালেও তিনি তার পরিচয় বলতে পারেননি। ক্ষয়ক্ষতির পরিমাণ
তদন্তের পর জানা যাবে বলে তিনি জানান।