সদর
থানার ওসি আবুবকর সিদ্দিক জানান, শনিবার দুপুরে সদর উপজেলার মোল্লাকান্দির নতুন আমঘাটা এলাকায় তিনি নিহত হন।
নিহত জালাল ব্যাপারি
(৪০) ওই এলাকার গনি ব্যাপারির
ছেলে।
ওসি
সিদ্দিক বলেন, ওই এলাকার চাষিরা ট্রলিতে করে জমি থেকে আলু পরিবহন করে। ট্রলি চলাচল নিয়ন্ত্রণ করেন
জালাল ব্যাপারি ও দেলু ব্যাপারি
ওরফে কাইল্লা। ট্রলির নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের ঝগড়া বাঁধে শনিবার।
“একপর্যায়ে
ককটেল নিক্ষেপ করলে জালালের মাথার খুলি উড়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।”
ঘটনার পর
থেকে এলাকায় উত্তেজনা
চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত
পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ খুনি ধরার
চেষ্টা করছে বলে জানিয়েছেন ওসি সিদ্দিক।