প্রতীকী ছবি
শনিবার ভোর রাতে রাজনগরের কর্নি গ্রামের মৌলভীবাজার-কুলাউড়া সড়কের পাশ
থেকে লাশটি উদ্ধার করেন বলে জানিয়েছেন রাজনগর থানা ওসি আবুল হাশেম।
নিহত লক্ষণ পাল (৩৫) শ্রীমঙ্গল উপজেলার কলেজ রোডে বসবাস করতেন, হবিগঞ্জের
লাখাই উপজেলার মনোরঞ্জন পালের ছেলে তিনি। শ্রীমঙ্গল সেন্ট্রাল রোডের ‘মা ভ্যারাইটিজ
স্টোর’ নামে তার একটি দোকান রয়েছে।
ওসি বলেন, “নিহত ব্যবসায়ীর মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। শরীরে ছুরিকাঘাত
ছিল।”
নিহতের পরিবারকে উদ্ধৃত করে তিনি বলেন, রাজনগর এলাকায় ওই ব্যবসায়ীর বিভিন্ন
লোকের কাছে ২০ লাখ টাকা পাওনা রয়েছে।
নিহতের স্ত্রী পূর্ণিমা পাল বলেন, “পাওনা টাকা তুলতে রাজনগরে গিয়েছিলেন
লক্ষণ।”
এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।