শনিবার সকাল
সোয়া ১০টার দিকে উপজেলার ভরাডোবা সাগরদিঘী সড়কের হাতিবের গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে
ভালুকা থানার ওসি মাহমুদুল ইসলাম জানান।
নিহত ইমরান হোসেন
(৬) ওই এলাকার হাবিবুল্লার ছেলে।
ওসি বলেন, ভালুকাগামী
কভারভ্যানের চাপায় ইমরান ঘটনাস্থলেই মারা যায়।পরে স্থানীয়রা কভার্ডভ্যানটি আটক করে।