পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য
গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান
বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা
বলে না।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে যেকোনো তথ্য ভালোভাবে যাচাই করে তবেই আমলে নিন।
চাকরিজীবীদের আরও উদ্যমী ও যোগাযোগের তৎপর হতে হবে। সপ্তাহের মাঝদিকে আর্থিক দিক থেকে
কোনো সুসংবাদ পেতে পারেন। সপ্তাহের শেষদিকে ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসু হবে, তবে চিন্তা
করে অগ্রসর হতে হবে।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে
পারেন। ব্যক্তিগত কোনো গোপন তথ্য ফাঁস করবেন না। সপ্তাহের মাঝদিকে উপার্জন বাড়তে পারে।
তবে তা সামলে খরচ করতে হবে অন্যথায় অপচয় হতে পারে। সপ্তাহের শেষদিকে জীবনে পরিবর্তন,
নতুনত্ব ও রোমাঞ্চ আসতে পারে।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে খ্যাতি আসতে পারে, তবে ভুল কোনো পদক্ষেপের কারণে
তা কুখ্যাতিও বনে যেতে পারে। কোনো সংস্থা বা প্রতিষ্ঠান থেকে লাভবান হতে পারেন। সপ্তাহের
মাঝদিকে প্রেমে না জড়ালেই ভালো করবেন। সপ্তাহের শেষদিকে খ্যাতি ও জনসাধারণে কাছে স্বীকৃতি
পাবেন নিজের যোগ্যতা ও বুদ্ধিমত্তার সুবাদে।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে বিদেশ ভ্রমণ থেকে লাভবান হতে পারেন। কর্মক্ষেত্রে
উচ্চপদ পেতে পারেন। সপ্তাহের মাঝদিকে আপনার আকর্ষণী শক্তি বাড়বে, সকলের কাছে সাহায্য
পাবেন। সপ্তাহের শেষদিকে মিথ্যা অভিযোগ কিংবা বিশ্বাসঘাতকতার শিকার হতে পারে, তাই সাবধান।
সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে যৌথ উদ্যোগ থেকে দূরে থাকুন। বিদেশ ভ্রমণে লাভবান
হতে পারেন। সপ্তাহের মাঝদিকে কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ
কাজে সফলতা আসবে। কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। সপ্তাহের
শেষদিকে বেশ কিছু সুযোগ আসবে। সামাজিক অবস্থার উন্নতি হবে, বিপরীত লিঙ্গের কাছ থেকে
বিশেষ কোনো সহযোগিতা পেতে পারেন।
কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে যেখানে আপনার বিচরণ
সেখানেই বাড়বে জনপ্রিয়তা। পরনিন্দা ও কুৎসা থেকে বিরত থাকুন। সপ্তাহের মাঝদিকে উচ্চশিক্ষার
যেকোনো কাজে সফল হতে পারেন। সপ্তাহের শেষদিকে আপনার পদাধিকার সম্পর্কে যারা ঈর্ষাপ্রবন
তাদের এড়িয়ে চলতে হবে। কর্মক্ষেত্রে নিজের অভিনব দিকগুলো তুলে ধরুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে শরীরটা মন্দ যেতে পারে।
বিবাহের আলোচনা এগোতে পারে। সপ্তাহের মাঝদিকে রাজনৈতিক কোনো ঘটনায় মানসিক অশান্তির
সম্ভাবনা আছে। সপ্তাহের শেষদিকে বৈদেশিক বানিজ্য বা সম্পর্কের বরাত দিয়ে ভালো কিছু
ঘটতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে প্রিয়জনের জন্য ভালোবাসা
থাকবে অসীম। স্বাস্থ্যের কোনো পরিবর্তন নেই বলেলেই চলে, তবে সাবধান থাকতে হবে। সপ্তাহের
মাঝদিকে আপনার বিনম্র ও সহায়ক মনোভাবের কারণে সঙ্গীর কাছ থেকে ইতিবাচক সাড়া পাবেন।
সপ্তাহের শেষদিকে নতুন কোনো ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করা ভুল হবে।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজন হতে পারে।
মনের মানুষকে কেউ কাছে পেতে পারেন। সপ্তাহের মাঝদিকে উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগতে
হতে পারে। সপ্তাহের শেষদিকটা নতুন কোনো সম্পর্ক কিংবা ব্যবসায় জড়ানো জন্য ভালো সময়।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে সাংবাদিকদের ব্যস্ততা বাড়বে। জমিতে বিনিয়োগের
জন্য সময়টা ভালো। জমিসংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেগুলো সমাধানে মনযোগ দেওয়া খুব জরুরি।
সপ্তাহের মাঝদিকে প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে পারেন। কারও জীবনে নতুন প্রেম আসতে
পারে। সপ্তাহের শেষদিকে স্বাস্থ্য নিয়ে অনর্থক দুশ্চিন্তা বাদ দিয়ে শরীরচর্চায় মনযোগ
দিন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে অপ্রত্যাশিতভাবে হাতে
অর্থ আসতে পারে। নিকটজনের কোনো সুখবর আপনাকে আনন্দিত করতে পারে। সপ্তাহের মাঝদিকে নতুন
কোথাও বেড়াতে গেলে সবকিছুকে ইতিবাচক দৃষ্টিতে দেখুন, তবে সময়টা উপভোগ করতে পারবেন।
সপ্তাহের শেষদিকে সঙ্গীর সঙ্গে হৃদয়ের তাল মিলবে।
মীন রাশি (১৮ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে মনের কোনো আশা পূরণ হতে পারে। পাওনা আদায়ে
প্রভাবশালী কারও সাহায্য পেতে পারেন। সপ্তাহের মাঝদিকে কাছের কোনো আত্মীয়ের কাছ থেকে
বিশেষভাবে উপকৃত হতে পারেন। সপ্তাহের শেষদিকে বন্ধুদের মাধ্যমে গুরুত্বপূর্ণ যোগাযোগ
পেতে পারেন।
আরও পড়ুন