রোববার সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়।
দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সাংবাদিক সমিতির অফিস কক্ষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটের (আইবিএ) অধ্যাপক মোতাহার হোসেন।
নতুন সভাপতি মাহবুব বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪৪তম আবর্তনের এবং সাধারণ সম্পাদক আবির দর্শন বিভাগের ৪৫তম আবর্তনের শিক্ষার্থী।
সমিতির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি তারেক আজিজ, যুগ্ম-সাধারণ সম্পাদক বেলাল হোসেন, কোষাধ্যক্ষ আলকামা আজাদ এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদক পদে ওসমান গণি রাসেল নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন মাহবুবা আকবর, শাহাদাত হোসেন ও আরিফুজ্জামান উজ্জ্বল।
ফল ঘোষণার পরে জাবি শিক্ষক সমিতি, জাবির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন সমূহ নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছে।