ক্যাটাগরি

তৈলাক্ত ত্বকের মাস্ক

তৈলাক্ত ত্বকের তেল নিয়ন্ত্রণে
রাখা বেশ কষ্টসাধ্য ব্যাপার। ভুল উপাদান ব্যবহার ত্বকের প্রাকৃতিক তেল শুষে নেয় ও ত্বক
রুক্ষ করে নানা রকমের সমস্যা দেখা দেয়।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে
প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে তৈলাক্ত ত্বকের জন্য উপকারী এমন দুটি প্রাকৃতিক মাস্ক
সম্পর্কে জানানো হল।  

বেসনের মাস্ক

উপকরণ: এক চা-চামচ বেসন। তিন ফোঁটা লেবুর রস। ১/৪ চা-চামচ হলুদের গুঁড়া।
প্রয়োজন মতো পানি।

পদ্ধতি: উপকরণগুলো মিশিয়ে মুখে মেখে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর তা ঠাণ্ডা
পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুতিনবার ব্যবহারে এই মাস্ক ত্বক এক্সফলিয়েট করবে ও
বাড়তি তেলভাব কমাবে। 

অ্যাপল সাইডার ভিনিগার মাস্ক

উপকরণ: অ্যাপল সাইডার ভিনিগার। তুলার বল।

পদ্ধতি: একটা তুলার বল ভিনিগারে ডুবিয়ে সারা মুখে মেখে নিন। শুকানো পর্যন্ত
অপেক্ষা করুন। এর অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান তৈলাক্ত ত্বকে খুব ভালো কাজ করে।

ছবি কৃতজ্ঞতায়: আকাঙ্ক্ষা’স
গ্ল্যামার ওয়ার্ল্ড।

আরও পড়ুন

মুখ অতিরিক্ত তৈলাক্ত হয়ে যাওয়ার কারণ
 

শুষ্ক ত্বকের প্রাকৃতিক সমাধান
 

মিশ্র ত্বকের যত্নে যা খেয়াল রাখা দরকার