দুই দিনের রিমান্ড শেষে দুই আসামিকে শনিবার আদালতে হাজির করা হলে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আশরাফ-উজ-জামান তাদের জবানবন্দি রেকর্ড করেন।
দুই আসামি হলেন – ‘এন মল্লিক’ পরিবহনের ওই বাসের চালক মো. সবুজ (২৫) এবং তার সহকারী হলেন মো. নাহিদ (১৯)। জবানবন্দি দেওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়।
গত রোববার সকালে কেরানীগঞ্জের কোনাখোলা থেকে এন মল্লিক পরিবহনের বাসে উঠেছিলেন বাক প্রতিবন্ধী এক নারী। ভাড়া দিতে না পারায় বাসের হেলপার রামেরকান্দা-রুহিতপুর সড়কের ডাচ-বাংলা ব্যাংক সংলগ্ন এলাকায় তাকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেন।
সেই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় বয়ে যায়। কেরানীগঞ্জের প্রতিবাদী মানুষরা সোমবার মানববন্ধনও করেন।
ওই নারীর মা কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করার পর কুচিয়ামারা সেতু এলাকা থেকে সবুজ ও নাহিদকে গ্রেপ্তার করে র্যাব।
মামলার তদন্ত কর্মকর্তা গত ১০ মার্চ দুই আসামিকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করলে বিচারক তাদের দুইদিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
আরও পড়ুন