তিনি
বলেছেন, “উনি (ফখরুল) কৌতুক করেন আমাদের দলের সাধারণ সম্পাদকের বিষয়ে, কিন্তু ওনার
কথায় সারা দেশবাসী কৌতুক করে।”
বিএনপি
মহাসচিব ফখরুল এক দিন আগেই বলেছিলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের
কথায় সবাই বিনোদন পায় এবং কৌতুক বোধ করে।
সে
কথা নিয়ে রোববার সচিবালয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগের যুগ্ম
সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
তিনি
প্রথমেই বলেন, “তিনি (ফখরুল) আমাদের দলের সাধারণ সম্পাদক সম্পর্কে একথা বলে
ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন। কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা সঠিক নয়। আশাকরি
ব্যক্তিগত সমালোচনা করবেন না। আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে বা সরকারের সমালোচনা হতে
পারে।”
তথ্যমন্ত্রী
এরপর বিএনপি মহাসচিবের সমালোচনা করে বলেন, “তিনি (ফখরুল) অত্যন্ত সাবলীলভাবে
মিথ্যা কথা বলেন। সেজন্য অনেকে তার ভিন্ন নাম বলেন।
“মিথ্যা
বলায় যদি কোনো পুরস্কার দেওয়া যেত, তাহলে সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব
পেতেন।”
ঢাকায়
আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ লারবির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাছান।
স্বাধীনতার
সুবর্ণজয়ন্তীর মাসে বিএনপি রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে, আওয়ামী লীগও
কর্মসূচি দেবে কি না- তার কাছে সেই প্রশ্ন করেন সাংবাদিকরা।
হাছান
মাহমুদ বলেন, “আমরা পাল্টাপাল্টি কর্মসূচিতে বিশ্বাস করি না।”