এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেয়ার ইলেক্ট্রনিক্স জানায়, ফেয়ার গ্রুপের পরিচালক ডা. রাজিনা খাতুন শনিবার বিভিন্ন রঙের বেলুন উড়িয়ে ‘ফ্যাক্টরি ডের’ উদ্ভোধন করেন।
ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব, পরিচালক মুতাসিম দাইয়ান, উপদেষ্টা মেজর জেনারেল (অব.) হামিদ আর চৌধুরী, চিফ ফিনানশিয়াল অফিসার কাজী নাসির উদ্দিন, পরিচালক অ্যাডমিন লেফটেন্যান্ট কর্নেল (অব.) নূর মোহাম্মদ সিকদার, ফেয়ার ইলেক্ট্রনিক্সের পরিচালক অপারেশনস ফিরোজ মোহাম্মদ, ফেয়ার গ্ৰুপের হেড অফ মার্কেটিং জে এম তসলিম কবীরসহ কারখানার কর্মীরা এই উদযাপনে অংশ নেন।
ফেয়ার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল মাহবুবের মেয়ে রাইদা ফেয়ার গ্রুপের পরিচালক ছিলেন। গতবছর জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মাত্র ২০ বছর বয়সে তার মৃত্যু হয়। ফ্যাক্টরি ডেতে ফেয়ার ইলেক্ট্রনিক্সের কর্মকর্তা-কর্মচারীরা সবাই তার আত্মার মাগফিরাত কামনা করেন।
স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হয়্যানসাং উ অনুষ্ঠানে বলেন, “ফেয়ার ইলেক্ট্রনিক্স এবং স্যামসাংয়ের মধ্যে খুব শক্তিশালী অংশীদারিত্ব রয়েছে, যা দিনে দিনে আরও শক্তিশালী হচ্ছে।”
ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব বলেন, “আমাদের কারখানার কর্মীদের জীবনযাত্রার উন্নতির জন্য কাজ করা আমরা দায়িত্ব বলে মনে করি।”
তিনি জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে ফেয়ার গ্রুপ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে, যার আওতায় ১০ লাখ গাছের চারা লাগানোর লক্ষ্য ঠিক করা হয়েছে।
ফ্যাক্টরি ডে উপলক্ষে কারখানা প্রাঙ্গণে কর্মীদের জন্য বিভিন্ন খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।