ক্যাটাগরি

বিকাশে ‘অ্যাড মানিতে’ ১৫০ টাকার ডিসকাউন্ট কুপন

তবে কুপনটি
স্বপ্ন, ডেইলি শপিং, মীনা বাজার,
প্রিন্স বাজার ও আগোরা সুপারস্টোরের নির্দিষ্ট আউটলেটে কেনাকাটায় ব্যবহার
করা যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অফারটি চলবে
৩১ মার্চ পর্যন্ত এবং অ্যাড মানি করার পর দুই কর্ম দিবসের মধ্যে গ্রাহকের অ্যাকাউন্টে
কুপন পৌঁছে যাবে। কুপনের মেয়াদ সাত দিন এবং কুপন রিডিম করার জন্য সর্বনিম্ন ৩০০ টাকার
কেনাকাটা করতে হবে।

অফার চলাকালীন
একজন গ্রাহক একবারই কুপন পেতে পারেন। এই অফারের আওতায় সুপারস্টোর ও আউটলেটের বিস্তারিত
তালিকা দেখতে ভিজিট করতে হবে https://www.bkash.com/bn/coupon-redeem-independence ওয়েবসাইটে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সম্প্রতি
বিকাশের অ্যাড মানি নেটওয়ার্কে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক যুক্ত হওয়ায় ব্যাংকটির আড়াই কোটি গ্রাহক
এখন তাৎক্ষণিক বিকাশ অ্যাকাউন্টে টাকা আনা-নেওয়া করতে পারছেন।

এ উপলক্ষে সোনালী ব্যাংক অ্যাকাউন্ট থেকে
বিকাশ অ্যাপ দিয়ে ৫০০ টাকা কিংবা তার বেশি অ্যাড মানি করলেই ১০০ টাকা ইনস্ট্যান্ট বোনাস
পাচ্ছেন গ্রাহকরা। ব্যাংক থেকে বিকাশে টাকা আনার ক্ষেত্রে অফারটি প্রযোজ্য।

অফারটি চলবে ৭ এপ্রিল পর্যন্ত
এবং অফার চলাকালীন একজন গ্রাহক একবারই বোনাসটি পাবেন। বিস্তারিত জানতে ভিজিট করতে হবে
https://www.bkash.com/bn/sonali-bank-addmoney-offer ওয়েবসাইটে।