এনডিটিভি জানায়, ওই ভিডিওটি কবে ধারন করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওতে নীল রঙের টি-শার্ট পরা ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘‘তোমার নাম কী? তোমার বাবার নাম কী?”
ছেলেটি মুসলমান এটি নিশ্চিত হওয়ার পর ওই ব্যক্তি ওই বালকে জিজ্ঞাসা করেন, কেন সে মন্দিরে প্রবেশ করেছিল। জবাবে বালক বলে, ‘‘পানি খেতে।”
তার পরপরও ওই ব্যক্তি বালককে মারতে শুরু করে। ওই ব্যক্তি অনেকবার বালকের মাথায় আঘাত করে এবং তার ডান হাত মুচড়ে দেয়। বালক মাটিতে পড়ে গেলে ওই ব্যক্তি তাকে পা দিয়ে মাড়িয়ে দেয় এবং একাধিকবার লাথি মারে। পুরো ভিডিওতে বালকটি অসহায়ের মত নিজেকে রক্ষা করার চেষ্টা করছিল।
পরে ভিডিও দেখে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ওই ব্যক্তির নাম শ্রীঙ্গি নন্দন যাদব। বিহারের ভাগলপুরের বাসিন্দা যাদব প্রকৌশলে স্নাতক। বর্তমানে বেকার যাদব গত তিনমাস ধরে ওই মন্দিরে থাকছেন।
স্থানীয় পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘‘এই গ্রেপ্তারের মাধ্যমে আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা এ ধরনের অপকর্মে লিপ্ত হবে তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”