তার একান্ত সহকারী মমিনুর রহমান সুজন রোববার
বিডিনিউজ টোয়েন্টি্ফোর ডটকমকে বলেন, “সিঙ্গাপুরে দুপুরে কথা হয়েছে। স্যারের অবস্থা
একটু উন্নতির দিকে। তবে আইসিইউতেই তার চিকিৎসা চলছে।”
রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক
অনুষ্ঠানে দলীয় নেতা মওদুদ আহমদের অসুস্থতার কথা জানিয়ে তার আরোগ্য কামনায় দোয়া চান
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত ১ ফেব্রুয়ারি উন্নত চিকিতসার জন্য
মওদুদকে সিঙ্গাপুরে নিয়ে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে পানি জমে
অবস্থার অবনতি হলে গত ৯ মার্চ তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তার কিডনির ডায়ালাইসিসও
শুরু করা হয়েছে।
সাবেক মন্ত্রী মওদুদ আহমেদের স্ত্রী
হাসনা মওদুদও রয়েছেন সিঙ্গাপুরে।
রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস,
বুকে ব্যথা অনুভব করলে গত ৩০ ডিসেম্বর মওদুদকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি
করা হয়েছিল। সেখানে গত ৭ জানুয়ারি তার হৃদযন্ত্রে স্থায়ী পেস মেকার স্থাপন করা হয়।