রোববার বিকেলে
বেনাপোলের বোয়ালিয়া সীমান্তের এবি ব্রিক্সের সামনে থেকে বারসহ তাকে আটক করা হয় বলে
বিজিবি জানায়।
আটক আব্দুল জলিল (৩৫) বেনাপোলের
ছোটআঁচড়া গ্রামের মহরম আলীর ছেলে।
যশোর ৪৯ বিজিবি
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বলেন, ‘ভারতে স্বর্ণ পাচারের
জন্য আনা হচ্ছে’ গোপন খবর পেয়ে বিজিবির টহলদল মোটরসাইকেলে করে আসা এক সন্দেহভাজনকে
থামার নির্দেশ দেয়। চালক সে মোটরসাইকেল না থামিয়ে পালানোর চেষ্টা করলেও তাকে বিজিবি
সদস্যরা ধরে ফেলেন।
“তার দেহ তল্লাশি করে
কোমরে বেল্টের নিচে বিশেষ পদ্ধতিতে আটকে রাখা অবস্থায় চারটি স্বর্ণের বার পাওয়া
যায়। যার ওজন ৪৩৪ গ্রাম। আটক স্বর্ণের বাজার মূল্য ৩১ লাখ চল্লিশ হাজার টাকা।”
এ ব্যাপারে বেনাপোল
বন্দর থানায় একটি মামলা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া
হবে বলে জানান এ বিজিবি কর্মকর্তা।