ক্যাটাগরি

আইইউবিতে ‘ইন্দো-প্যাসিফিক সংযোগ কেন্দ্রীকরণ’ শীর্ষক সম্মেলন

এই সম্মেলনের সহযোগিতায় রয়েছে ঢাকায় জাপানের দূতাবাস, ভারতীয় হাই কমিশন, বিমসটেক, বিশ্ব ব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক।

রোববার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এই সম্মেলনের উদ্বোধন করেন বলে আইইউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।

সম্মেলনে বিভিন্ন বিষয়ের আঞ্চলিক বিশেষজ্ঞ ও সহযোগী, গবেষক, কূটনীতিক এবং উন্নয়ন অংশীদাররা আগামী দিনের সমন্বিত কর্মপরিকল্পনা ও কর্মকৌশল প্রণয়ন করবেন। পরে তা সরকারের কাছে সুপারিশ আকারে তুলে ধরা হবে।

সম্মেলনের প্রথমদিনে বক্তব্য রাখেন ঢাকায় জাপানের অ্যাম্বাসেডর ইতো নাওকি, ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী, বাংলাদেশ ও ভুটানের বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন, বিমসটেকের মহাসচিব তেনজিন লেকফেল, বাংলাদেশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ, আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এ মতিন চৌধুরী, আইইউবির উপাচার্য অধ্যাপক তানভীর হাসান ও উপ-উপাচার্য অধ্যাপক মিলান পাগন।