বরুড়া উপজেলা আদ্রা ইউনিয়নে শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে বরুড়া থানার এসআই মিজানুর রহমান জানান।
নিহত মো. শাহজাহান শাহজাহান এনা পরিবহনের বাসচালক ছিলেন।
এসআই বলেন, “শাহজাহানকে রাত ১টার দিকে ঘর থেকে বের করে নিয়ে তার ভাতিজা শরিফ হোসেনের নেতৃত্বে মারধর ও ছুরিকাঘাত করা হয়।”
খবর পেয়ে পুলিশ গিয়ে তিনজনকে আটক করে এবং লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান এ পুলিশ কর্মকর্র্তা।
তিনি বলেন, দুই পরিবারের জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাই ভাতিজারা মিলে সোলেমানকে হত্যা করেছে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় মামলায় দায়েরের প্রস্তুতি চলছে।