ক্যাটাগরি

কুষ্টিয়ায় গৃহবধূর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

রোববার
বেলা ১২টায় ফুলবাড়ীয়া ইউনিয়নের নওদাপাড়ার জিকে সেচখালের পাশের এক তামাক ক্ষেত থেকে
এ মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা।

নিহত
রঙ্গিলা খাতুন (৩৫) উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের আবুল হাসেমের
মেয়ে এবং একই এলাকার শফিকুল ইসলামের স্ত্রী।

মিরপুর
থানার ওসি গোলাম মোস্তফা জানান, রোববার সকালে নওদাপাড়ায় মাঠের মধ্যে ক্ষত-বিক্ষত
এক নারীর লাশ পড়ে আছে খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না
তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি
বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের পর লাশ ফেলে
পালিয়েছে দুর্বৃত্তরা। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে তা খতিয়ে দেখছে পুলিশ।

এলাকাবাসী
জানায়, তিন সন্তানের মা রঙ্গিলা খাতুন গত শনিবার বিকালে বাড়ির পাশের মাঠে ছাগল আনতে
যান। এরপর নিখোঁজ হন তিনি।

রোববার
সকালে প্রতিবেশী আরিফুল ইসলাম মাঠে ঘাস কাটতে গিয়ে ওই তামাক ক্ষেতে রঙ্গিলার মরদেহ
দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

নিহতের
স্বামী শফিকুল ইসলাম বলেন, রঙ্গিলার সাথে কারো কোন শত্রুতা ছিল না। আমরা বেশ সুখে
ছিলাম। পারিবারিকভাবেও কোনো কলহ ছিল না।

“কারা
এমন কাজ করছে বুঝতে পারছি না।”