জেলা ও
দায়রা জজ আদালতের বিচারক মো. জুলফিকার আলী খাঁন রোববার এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত মো.
সবুজ মিয়া জামালপুর সদর উপজেলার দক্ষিণ কৈডোলা গ্রামের ইমান আলীর ছেলে।
রাষ্ট্রপক্ষের
আইনজীবী নির্ম্মল কান্তি ভদ্র জানান, রায় ঘোষণার সময় সবুজ আদালতের কাঠগড়ায় উপস্থিত
ছিলেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন।
মামলার
বিবরণে বলা হয়, ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি দুপুরে নিজের ফসলি জমি দেখতে বাড়ি বের হন
ইমান আলী। পথে কৈডোলা দাখিল মাদ্রাসার সামনে তার মেঝ ছেলে সবুজ মিয়ার সঙ্গে জমি
সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে
সবুজ তার বাবাকে কিল, ঘুষি ও লাথি মারে। পরে ইমানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার
পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় ছেলে বাদল মিয়া বাদী হয়ে জামালপুর সদর থানায় হত্যা মামলা দায়ের
করেন।