ক্যাটাগরি

জয়পুরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জয়পুরহাট
পৌর শহরের হারাইল মোড়ে জয়পুরহাট-বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ওয়াহেদ (৬০) ওয়াহেদ জয়পুরহাট সদর উপজেলার হিচমী মণ্ডলপাড়া গ্রামের আব্দুল
জব্বার মণ্ডলের ছেলে।

ওসি বলেন, “ওয়াহেদ মোটর সাইকেলে করে জয়পুরহাট শহর
থেকে বাড়ি ফিরছিলেন। পথে জয়পুরহাট শহরগামী একটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ
হয়। এতে ওয়াহেদ গুরুতর আহত হন।”

পরে তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত
চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।