অতিরিক্ত
জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার রোববার এই রায় দেন।
দণ্ডিতরা
হলেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল গ্রামের বাসিন্দা জুয়েল রানা (৩৯) ও মিলন
আলী (২৯)।
রায়ে যাবজ্জীবন
দণ্ডপ্রাপ্ত জুয়েল রানার নগদ ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়, যা অনাদায়ে তাকে আরও ৬
মাস সশ্রম কারাভোগ করতে হবে। এছাড়া ১৫ বছর কারাদণ্ডপ্রাপ্ত মিলন আলীকে ২০ হাজার টাকা
জরিমানা অনাদায়ে আরও ৩ মাস সশ্রম কারাভোগ করতে হবে।
মামলার
বরাতে অতিরিক্ত সরকারি কৌঁশুলি মো. আজিজুল হক জানান, ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি নওগাঁর
নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর-গাবতলী সড়কের ভাবিচা এলাকা থেকে জুয়েল রানা ও মিলন আলী
নামে দুই মোটরসাইকেল আরোহীকে আটক করে পুলিশ। পরে দেহ তল্লাশি করে জুয়েল রানার কাছে
১০০ গ্রাম হেরোইন ও মিলন আলীর কাছে ১৫০টি ইয়াবা
ট্যাবলেট পাওয়া যায়।
ওই
ঘটনায় এই দুই ব্যক্তির বিরুদ্ধে নিয়ামতপুর থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক বাদী হয়ে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
রাষ্ট্রপক্ষে
অতিরিক্ত সরকারী কৌঁশুলি আজিজুল হক ও আসামিদের পক্ষে শাহরিয়ার হোসেন মামলা পরিচালনা
করেন।