ক্যাটাগরি

বরিশাল ৩২৬ মণ জাটকা উদ্ধার

বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোল প্লাজায় শনিবার রাতে জাটকাগুলো উদ্ধার করা হয় বলে বরিশাল নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সোলায়মান মিয়া জানান।

সোলায়মান বলেন, ভোলার লাহারহাট থেকে পিকআপ ভ্যানে এবং কুয়াকাটা থেকে যাত্রীবাহী বাসে করে রাজধানীতে জাটকা পাচারের খবরে ঘটনাস্থলে অবস্থান নেয় নৌ পুলিশ। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী বিভিন্ন যানবাহনে অভিযান চালানো হয়।

“এক পর্যায়ে একটি পিকআপ ভ্যান ও বাস থেকে ৩২৬ মন জাটকা উদ্ধার এবং তা পাচারের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।”

রাত সাড়ে ৩টা পর্যন্ত চলা এ অভিযানের সময় মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর উদ্ধার করা জাটকা বিভিন্ন মাদ্রাসা ও গরীবদের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানান এ নৌ পুলিশ।