ভারতের সিনেমা হল যখন ছবি প্রদর্শনের জন্য প্রস্তুত, বলিউডে বাড়ছে ব্যস্ততার হার তখনই শিল্পীদের একে একে আক্রান্ত হওয়ার খবর আসছে গণমাধ্যমে।
রণবীর কাপুর ও সঞ্জয় লীলা বানসালির পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন অভিনেত্রী তারা সুতারিয়া ও ভারতের জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জয়ী অভিনেতা আশীষ বিদ্যার্থী।
সুতারিয়ার পক্ষ থেকে কোনো কিছু জানানো না হলেও, ফিল্মফেয়ারে প্রকাশিত খবরের সূত্র ধরে গাল্ফনিউজ ডটকম জানায়, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ খ্যাত তারা সুতারিয়া’র কোভিড-১৯ পজেটিভ।
সম্প্রতি এই অভিনেত্রী আহান শেঠির সঙ্গে ‘তাড়াপ’ ছবির কাজ শেষ করেছেন। মিলান লুথারিয়া পরিচালিত ছবিটি মুক্তি পাবে ২৪ সেপ্টেম্বর।
এদিকে আশীষ বিদ্যার্থী দায়িত্বজ্ঞানের পরিচয় দিয়ে নিজেই ইন্সটাগ্রামে শুক্রবার ভিডিও পোস্ট করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন।
ভিডিও বার্তায় তিনি বলেন, “এই একটা বিষয়ে আমি পজেটিভ হতে চাইনি। তাও পজেটিভ হল। যদিও লক্ষণ নেই। তবে আমি দিল্লির একটি হাসপাতালে ভর্তি হচ্ছি।”
সম্প্রতি তার সংস্পর্শে যারা এসেছেন তাদেরও কোভিড-১৯ পরীক্ষা করার অনুরোধ জানান তিনি।
এছাড়া শুক্রবার অভিনেতা মনোজ বাজপায়ী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দেন। তার নতুন ছবি ‘ডেসপ্যাচ’য়ের কাজ স্থগিত রেখে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন। এই ছবির পরিচালক কানু বহেল কয়েকদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।