ওটিটি প্লাটফর্ম বিঞ্জের প্রযোজনায় সিরিজটি পরিচালনা করছেন শহীদ উন নবী।
মফস্বলের এক সাধারণ তরুণের সন্ত্রাসী হয়ে উঠার গল্পে সিরিজটি নির্মাণ করা হয়েছে বলে জানান মিলন; এতে তিনি নওশাদ নামে এক খুনীর চরিত্রে অভিনয় করেছেন।
খুলনা ও এর আশেপাশে মার্চের প্রথম সপ্তাহ থেকে সিরিজটির দৃশ্যধারণ হয়েছে। সিরিজটি শিগগিরই মুক্তি পাবে বলে জানান মিলন।