ক্যাটাগরি

মিয়ানমারে লাশের মিছিল

দেড় মাস আগে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। যার বিরুদ্ধে টানা গণবিক্ষোভে রোববার পর্যন্ত পুলিশের গুলিতে ৮০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন।

  • মিয়ানমারের মানডালায় ১৪ মার্চ সেনাঅভ্যুত্থান বিরোধী বিক্ষোভের সময় গুলিবিদ্ধ ২৪ বছরের তরুণ শেল ই উইনকে লোকজন ধরাধরি করে সরিয়ে নিচ্ছেন। ছবি: রয়টার্স

  • মিয়ানমারের দ্বিতীয় বৃহৎ নগরী মানডালায় রোববার সেনাঅভ্যুত্থান বিরোধী বিক্ষোভের সময় ই সউই ও নামে ২০ বছরের এক তরুণ পুলিশের গুলিতে নিহত হন। লোকজন তার কফিন বয়ে নিয়ে যাচ্ছেন। ছবি: রয়টার্স

  • মিয়ানমারের মানডালায় রোববার সেনাঅভ্যুত্থান বিরোধী বিক্ষোভের সময় পুলিশের গুলিতে নিহত ৬৫ বছরের হতাই উইনের পরিবারের সদস্যরা তার কফিন ঘিরে আহাজারি করছেন।

  • সেনাঅভ্যুত্থান বিরোধী বিক্ষোভের সময় পুলিশের গুলিতে নিহত ই সউই ও-র মৃতদেহ ঘিরে তার পরিবারের আহাজারি। সউই ও ১৪ মার্চ মানডালায় বিক্ষোভের সময় গুলিবিদ্ধ হন।

  • মিয়ানমানের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংয়ের ছবি জুতা দিয়ে মাড়িয়ে দেশটিতে সেনাঅভ্যুত্থানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন ডেনমার্কের কোপেনহেগেনের এক বাসিন্দা। ছবি: রয়টার্স

  • মিয়ানমারে গত ১৩ মার্চ সেনঅভ্যুত্থান বিরোধী বিক্ষোভে গুলিবিদ্ধ স পিয়া নাইং এর মৃতদেহ পড়ে আছে হাসপাতালের বারান্দায়। কাছেই কাঁদছেন তার এক স্বজন। ছবি: রয়টার্স

  • মিয়ানমারে সেনাঅভ্যুত্থান বিরোধী বিক্ষোভের সময় পুলিশের গুলিতে আহত এক ব্যক্তির চিকিৎসা চলছে।ছবি: রয়টার্স

  • মিয়ানমারের ইয়াংগনে সেনাঅভ্যুত্থান বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত সিথুর পরিবারের সদস্যরা প্রিয়জন হারানোর শোকে কাঁদছেন।ছবি: রয়টার্স

  • ইয়াংগনের নর্থ ড্রাগন শহরে সেনঅভ্যুত্থান বিরোধী বিক্ষোভে নিহত চিত মিন থুর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। ছবি: রয়টার্স

  • ইয়াংগনের নর্থ ড্রাগন শহরে সেনাঅভ্যুত্থান বিরোধী বিক্ষোভের সময় পুলিশের গুলিতে মারাত্মক আহত এক ব্যক্তিকে বাঁচাতে হাসপাতালে ছুটছেন অন্যরা। গুরুতর আহত ওই ব্যক্তি পরে মারা যান।ছবি: রয়টার্স