ক্যাটাগরি

শবে বরাত ২৯ মার্চ

সে অনুযায়ী ২৯ মার্চ ‘শবে বরাত’ পালিত হবে বলে রোববার সন্ধ্যায় কমিটির এক সভার সভা শেষে জানানো হয়েছে।

সভার সভাপতি ধর্ম সচিব মো. নুরুল ইসলাম বলেন, বাংলাদেশের আকাশে রোববার শাবান মাসের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। সেই হিসেবে সোমবার রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং মঙ্গলবার থেকে শাবান মাস গণনা শুরু হবে।

তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান-উল-আলম,  ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।