ক্যাটাগরি

ওয়ানপ্লাসের স্মার্টওয়াচ আসছে ২৩ মার্চ

খুব বেশিদিন হয়নি নিজেদের প্রথম পরিধেয় ডিভাইসের ব্যাপারে সবাইকে জানিয়েছে ওয়ানপ্লাস। এর আগে ২০১৫ সালে স্মার্টওয়াচের ব্যাপারে ইঙ্গিত দিয়েছিল প্রতিষ্ঠানটি। পরে স্মার্টফোন লাইনআপে মনোনিবেশ করতে স্মার্টওয়াচের কাজ থামিয়ে দিয়েছিল তারা।

গত বছরের অক্টোবরে ফের স্মার্টওয়াচের টিজার প্রকাশ করে প্রতিষ্ঠানটি। আগামী কয়েক মাসের মধ্যেই ডিভাইসটি চলে আসবে – ওই টিজারে সে সময় এমন ইঙ্গিত দিয়েছিল ওয়ানপ্লাস। পরে ডিসেম্বরে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পিট লাউ নিশ্চিত করেন ২০২১ সালের শুরুতে স্মার্টওয়াচের ব্যাপারে ঘোষণা আসবে।

গিজমো চায়নার প্রতিবেদন বলছে, ওয়ানপ্লাস স্মার্টওয়াচ যে মার্চের ২৩ তারিখে আসছে, সে বিষয়টিও সম্প্রতি নিশ্চিত করেছেন লাউ নিজেই।

একাধিক গণমাধ্যমের খবরে উঠে এসেছে ওয়ানপ্লাস ওয়াচের দুটি মডেল থাকবে। এর মধ্যে একটির মডেল নাম্বার হবে ডব্লিউ৩১০জিবি, এতে দেখা মিলবে চতুষ্কোণ আকারের ডায়ালের। একে ওয়ানপ্লাস ওয়াচ বলে ডাকা হবে।

অন্যটির মডেল নাম্বার হবে ডব্লিউ৫০১জিবি। এতে দেখা মিলবে স্পোর্টিং বৃত্তাকার পর্দার। এর নাম হতে হতে পারে ওয়ানপ্লাস ওয়াচ আরএক্স।

দুটি স্মার্টওয়াচই সম্ভবত ‘ওয়্যার ওএস’ চালিত হবে।

ওয়ানপ্লাস ৯ এবং ৯ প্রো আসার খবর সম্পর্কে নিশ্চিত হওয়া গেলেও ধোঁয়াটেই রয়ে গেছে ওয়ানপ্লাস ৯আর/ই স্মার্টফোনের ব্যাপারটি। আদৌ এ ব্যাপারে মার্চের ২৩ তারিখ ঘোষণা আসবে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।অন্যদিকে, ওয়ানপ্লাস নর্ড এসই স্মার্টফোনের ব্যাপারেও এখনও জানায়নি চীনা প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।