সোমবার বিকালে উপজেলার
চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর-লক্ষ্মীপুর প্রি-ক্যাডেট স্কুল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সিদ্দিক আলী মন্ডল
(৪৫) একই এলাকার প্রয়াত ফেরত আলী মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত
দিয়ে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, বিকালে বাড়ির জমি-জমা সংক্রান্ত বিরোধে
সিদ্দিক আলীর সঙ্গে বাকবিতণ্ডা হয় কয়েকজন প্রতিবেশীর।
“এই সময় তারা ধারালো
অস্ত্র দিয়ে কুপিয়ে সিদ্দিক আলীকে গুরুতর জখম করে।”
পরে স্থানীয়রা উদ্ধার
করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।