ক্যাটাগরি

ঘুরে দাঁড়িয়ে জয়ে ফিরল আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার এমিরেটস স্টেডিয়ামে ২-১ গোলে জিতেছে স্বাগতিকরা। এরিক লামেলার গোলে পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরান মার্টিন ওডেগোর। পরে স্পট কিকে জয়সূচক গোলটি করেন আলেকসঁদ লাকাজেত।

২৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে মিকেল আর্তেতার দল আর্সেনাল। সমান ম্যাচ ৪৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে জোসে মরিনিয়োর টটেনহ্যাম।

বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকা আর্সেনাল এগিয়ে যেতে পারত ষোড়শ মিনিটে। কিন্তু এমিল স্মিথ রোয়ের শট উগো লরিসকে ফাঁকি দিয়ে পোস্টে লেগে ফিরে।

টানা তিন লিগ ম্যাচ জিতে আসা টটেনহ্যাম ৩৩তম মিনিটে গোছালো আক্রমণে এগিয়ে যায়। বাঁ দিক থেকে সের্হিও রেগিলনের লম্বা ক্রস ধরে লুকাস মউরা ছোট পাস দেন লামেলাকে। সামনে থাকা ডিফেন্ডারদের ফাঁক গলে এই আর্জেন্টাইনের কোনাকুনি শট দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়।

চার মিনিট পর আবারও দুর্ভাগ্যের শিকার ঘরের মাঠে আগের লিগ ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে হারা আর্সেনাল। এবার সেদ্রিক সোয়ারেসের শট ফিরে আসে পোস্টে লেগে। অবশেষে ৪৪তম মিনিটে ওডেগোরের শট এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ালে সমতার স্বস্তি ফিরে আর্সেনাল শিবিরে।

এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি টটেনহ্যাম হটস্পারের।

এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি টটেনহ্যাম হটস্পারের।

৬৩তম মিনিটে লাকাজেতের পেনাল্টি গোলে এগিয়ে যায় আর্সেনাল। ফরাসি এই ফরোয়ার্ডই বক্সে দাভিনসন সানচেসের স্লাইডে পড়ে গেলে ভিএআর দেখে স্পট কিকের সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি। গোলের পর অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় টটেনহ্যাম কোচকে।

৭৬তম মিনিটে কিয়েরন টিয়ারনিকে অযথা ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন লামেলা। টটেনহ্যামের ঘুরে দাঁড়ানোর পথটা হয়ে যায় আরও কঠিন। শেষ দিকে আর্সেনালের রক্ষণে বেশ চাপ দেয় দলটি, কিন্তু পায়নি গোলের দেখা।

৮৩তম মিনিটে ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন জাল খুঁজে পেয়েছিলেন, কিন্তু অফসাইডের কারণে গোল হয়নি। শেষ দিকে কেইনের ফ্রি কিক পোস্টে লেগে ফিরলে হার এড়াতে পারেনি টটেনহ্যাম।

শেফিল্ড ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া লেস্টার সিটি ২৯ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ বেশি খেলা ম্যানচেস্টার সিটি ৭১ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে।