সোমবার দুপুরে নগরীর বেসরকারি ক্লিনিক সিএসসিআরে চিকিৎসাধীন অবস্থায় তার
মৃত্যু হয় বলে জানিয়েছেন নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক।
নুরুল হকের বয়স হয়েছিল ৮৩ বছর।
তিনি বলেন, নুরুল হক বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। সবশেষ আড়াই মাস
আগে তিনি হালিশহর এলাকায় দলীয় একটি কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।
হালিশহরের বড়পোল মোড় এলাকায় আবুল মিয়ার বাড়ির বাসিন্দা নুরুল হক এক মেয়ে
ও পাঁচ ছেলের জনক।
তিনি নগর আওয়ামী লীগের প্রথম কমিটির নির্বাহী সদস্য ছিলেন। সবশেষ ২০১৩
সালের ১৪ নভেম্বর হওয়া কমিটিতে তিনি নগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হন।
নুরুল হকের মৃত্যুতে নগর আওয়ামী লীগের এক শোক বার্তায় ভারপ্রাপ্ত সভাপতি
মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, নগর আওয়ামী লীগের
উপদেষ্টামণ্ডলীর সদস্য নুরুল হকের মৃত্যুতে গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক অঙ্গণে
অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।
নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিনও নুরুল হকের মৃত্যুতে
শোক জানিয়েছেন।
আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম ফারুক জানান, রাত আটটায় মইন্যাপাড়া বাইতুস
সালাত জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নুরুল হকের দাফন হয়েছে।