ক্যাটাগরি

নতুনদের প্রথম দিনের অনুশীলনে খুশি ডে

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে
সোমবার প্রথম দিনে দুই বেলা অনুশীলন সেরেছে বাংলাদেশ। তিন দিন অনুশীলন সেরে ১৮ মার্চ
নেপালের উদ্দেশ্যে রওনা দেবে দল।

প্রস্তুতির জন্য খুব বেশি
সময় হাতে নেই। তবে এই অল্প সময়ে দলের মধ্যে বোঝাপড়া তৈরি হয়ে যাবে বলে বিশ্বাস ডের।
নেপালে অন্তত একটি ম্যাচে নতুনদের সুযোগ দিতে চান বলেও জানালেন এই ইংলিশ কোচ।

“নতুন ও তরুণ খেলোয়াড়দের
দেখে ও তাদের সঙ্গে কাজ করে ভালো লাগল। টেকনিক্যালিও তারা আজ ভালো করেছে। আশা করি,
তারা বাকিদের সঙ্গে ভালোভাবেই মানিয়ে নেবে। দলের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করার জন্য
হাতে এখনও ৭দিন সময় আছে।”

“নেপালে একটি ম্যাচে খেলবে
নতুনরা। তাতে অনুশীলন ও ম্যাচে তাদের ভালোভাবে দেখার সুযোগ মিলবে। যদি তারা আন্তর্জাতিক
পর্যায়ে আসতে পারে, তাহলে জুনের বাছাইয়ের জন্য বিবেচিত হতে পারে। যদি প্রস্তুত নাও
হয়, তাহলেও সমস্যা নেই।”

ত্রিদেশীয় সিরিজের অপর দল
কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩। কোচ হিসেবে ডের নেপালে সবশেষ সফরের অভিজ্ঞতা ভালো নয় মোটেও।
সোনার পদক জয়ের আশা নিয়ে গিয়ে গত এসএ গেমসে দল পেয়েছিল ব্রোঞ্জ। এবারের ফল নিয়ে কোনো
ভাবনাই নেই কোচের।

“নেপালের ফল নিয়ে চিন্তা
করছি না একদম। নতুনদের সুযোগ দেওয়াই গুরুত্বপূর্ণ। কেননা, সামনে (আগামী জুনে) আমাদের
বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ রয়েছে।”

২৪ জনের দলে পাঁচ নতুন মুখ
রিমন হোসেন, মোহাম্মদ ইমন, মেহেদী হাসান, মেহেদী হাসান রয়েল ও ডিফেন্ডার হাবিবুর রহমান
সোহাগ। ৭ স্ট্যান্ডবাই মিতুল মারমা, মোহাম্মদ আতিকুজ্জামান, আবু শাইদ, রহিম উদ্দিন,
ইমরান হাসান রিমন, ফয়সাল আহমেদ ফাহিম ও মোহাম্মদ জুয়েল।