ক্যাটাগরি

মশার বংশবিস্তার: রেলওয়ে, সিভিল অ্যাভিয়েশনের বিরুদ্ধে মামলা

সোমবার দক্ষিণখানে মশক নিধন কার্যক্রম পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ডিএনসিসির মামলার নির্দেশ দেন।

সোমবার বিমানবন্দর রেলস্টেশনের পেছনে, হাজী ক্যাম্পসংলগ্ন এলাকা, আশিয়ান সিটি এলাকা এবং দক্ষিণখান বাজার এলাকায় চলমান সমন্বিত মশক নিধন অভিযান পরিদর্শনে করেন।

বিমানবন্দর স্টেশনের পেছনে রেলওয়ের একটি খালে, এর পাশেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি জায়গায়, হাজী ক্যাম্পের পাশে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা একটি জলাশয়ে যান ডিএনসিসির মেয়র।

রাজধানীর আশকোনার হজ ক্যাম্প এলাকায় সোমবার মশা নিধন কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

রাজধানীর আশকোনার হজ ক্যাম্প এলাকায় সোমবার মশা নিধন কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

এসব জায়গায় বিপুল পরিমাণ পলিথিন, আবর্জনা, জঞ্জালপূর্ণ পরিবেশে মশার লার্ভা থাকতে দেখে ক্ষোভপ্রকাশ করেন মেয়র আতিকুল ইসলাম।

পরে আশিয়ান সিটি পরিদর্শন করে সেখানেও বিপুল পরিমাণ কচুরিপানা, বদ্ধ পানি, আবর্জনা দেখতে পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসি নিজেদের জায়গা, পরিষ্কার করার চেষ্টা করছে। কিন্তু যেটা রেলের জায়গা, যেটা সিভিল এভিয়েশনের জায়গা, তাদের উচিত তাদের জায়গা পরিষ্কার করা।

তিনি বলেন, সিভিল এভিয়েশনকে এর আগেও এ বিষয়ে বলা হয়েছে।  কিন্তু কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

“এখন তাদের বিরুদ্ধে মামলা করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। রেলওয়ের উচিত তাদের জায়গা পরিষ্কার করা। সিভিল এভিয়েশনের জায়গা সিভিল এভিয়েশন দায়িত্ব নেবে। সিটি কর্পোরেশনের জায়গা সিটি কর্পোরেশন দায়িত্ব নেবে।”

রাজধানীর আশকোনার হজ ক্যাম্প এলাকায় সোমবার মশা নিধন কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

রাজধানীর আশকোনার হজ ক্যাম্প এলাকায় সোমবার মশা নিধন কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

“কিন্তু যে যার যার মতো চলছে, আর গালি খাচ্ছি আমরা। এটি হতে পারে না। আমরা এখন মামলায় যাচ্ছি, সোজা আঙ্গুলে আর হচ্ছে না।”

বিকেলে ডিএনসিসির অঞ্চল-৭ নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদ জানান, বিমানবন্দর রেলস্টেশন, সিভিল অ্যাভিয়েশন এবং আশিয়ান সিটির বিরুদ্ধে আদালতে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়েদুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদ, ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলী আকবর, সংরক্ষিত আসনের কাউন্সিলর জাকিয়া সুলতানা এসময় উপস্থিত ছিলেন।