বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি নির্মাণ করছেন নির্মাতা সঞ্জয় সমাদ্দার; এটি তার প্রথম চলচ্চিত্র।
রোববার রাজধানীর কারওয়ান বাজারে আরটিভির কার্যালয়ে ছবিটিতে তারা চুক্তিবদ্ধ হয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রে দেখা গেছে সিয়াম-পরীমনিকে।
সিয়াম আহমেদ বলেন, “এটি একটি থ্রিলার ধাঁচের চলচ্চিত্র। আর নায়িকা হিসেবে থাকছে পরী। ওর সঙ্গে আগেও কাজ করা হয়েছে। পরিচালক সঞ্জয় সমাদ্দারকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। সবাই সেরাটা দিয়ে কাজ করলে দারুণ একটি চলচ্চিত্র হবে বলে আমার বিশ্বাস।”
পরীমনি বলেন, “এই ছবির গল্প ও টিম ভীষণ ভালো। আর যে চরিত্রটি আমাকে মুগ্ধ করেছে তা নিয়ে এখন কিছু বলবো না। দর্শক সিনেমা হলে এসে সেটি দেখবে।”
পরিচালক সঞ্জয় সমাদ্দার বলেন, “একজন নির্মাতা হিসেবে আমার একটাই স্বপ্ন ছিল একদিন চলচ্চিত্র বানাবো। এবার সেই স্বপ্নটি পূরণ হতে যাচ্ছে। বেঙ্গল মাল্টিমিডিয়া সেই সুযোগটি আমাকে করে দিয়েছে। সিয়াম-পরীর মতো তারকা শিল্পীকে পেয়েছি। নিজের সেরাটা দিয়ে ছবিটি নির্মাণ করতে চাই। দর্শকরা ছবিটি দেখে নিরাশ হবেন না।”
‘বায়োপিক’ ছবিটির সাইনিং এর সময় উপস্থিত ছিলেন আরটিভির আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, সিনেমাটির নির্বাহী প্রযোজক ও অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, আরটিভির উপ-বার্তা প্রধান মামুনুর রহমান খান, মার্কেটিং প্রধান সুদেব চন্দ্র ঘোষসহ আরও অনেকে।