ক্যাটাগরি

চাঁদপুরে উদ্বোধনের অপেক্ষায় ‘বঙ্গবন্ধু গেট’

চাঁদপুর
জেলা পরিষদের অর্থায়নে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাবুরহাট এলাকায় এই গেট নির্মাণ
করা হচ্ছে।

চাঁদপুর
জেলা পরিষদের সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন জানান, আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের জন্মদিনে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন জেলা পরিষদের চেয়ারম্যান
ওচমান গণি পাটোয়ারী।

ইকবাল হোসেন
বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গণি পাটোয়ারীর পরিকল্পনায় ‘বঙ্গবন্ধু গেটের’ নকশা
করেছেন ঢাকার একটি পরামর্শ প্রতিষ্ঠানের স্থপতি ফুয়াদ হাসান তানভির। ছয় মাস আগে নির্মাণ
কাজ শুরু হয়। অল্প কিছু কাজ বাকি রয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ৭৫ লাখ টাকা।

স্থপতি
ফুয়াদ হাসান বলেন, বঙ্গবন্ধুর জীবনীকে ঘিরে করা হয়েছে এই গেট, যেটি দেখতে সড়কের দুই
পাশ পথকে একই রকম মনে হবে। এতে ঘিরে রয়েছে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার প্রতিচ্ছবি, বঙ্গবন্ধুর
চারটি ম্যুরাল, বঙ্গবন্ধুর পাঁচ সন্তানের প্রতিচ্ছবি, বঙ্গবন্ধুর ৬ দফাসহ শান্তির ঝরনা
প্রতীক।

জেলা পরিষদের
চেয়ারম্যান ওচমান গণি পাটোয়ারী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের
সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন নিয়ে ‘বঙ্গবন্ধু গেট’ করার উদ্যোগ নেন
তিনি।