ক্যাটাগরি

ঢাকায় বিএনপির মঙ্গলবারের সমাবেশ স্থগিত

সোমবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

তিনি বলেন, “সিটি করপোরেশনে বিএনপির
মেয়রদের এবং স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে যে চরম অব্যবস্থা, অনিয়ম, অযোগ্যতা নির্বাচন
কমিশন দেখিয়েছেন এবং সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে নির্বাচনগুলো একেবারে অর্থহীন
হয়ে গেছে, তার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার আমাদের ঢাকা দক্ষিণে নির্ধারিত সমাবেশ রয়েছে।
দুঃখজনক হল সেই সমাবেশে পুলিশ বাধা সৃষ্টি করছে।

“একই সঙ্গে আমাদের মেয়রপ্রার্থী ইশরাক
হোসেন সাহেব অসুস্থ হয়ে পড়েছেন। তার জ্বর বেড়েছে অনেক বেশি। তার শরীর খুব অসুস্থ। সেজন্য
আমরা এই সমাবেশ স্থগিত ঘোষণা করছি।”

ছয় মহানগরীর বিএনপির মেয়র প্রার্থীদের
উদ্যোগে ইতিমধ্যে চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, খুলনা ও সর্বশেষ ঢাকা উত্তরে সমাবেশ
অনুষ্ঠিত হয়।

ঢাকা উত্তর, দক্ষিণ, রাজশাহী, খুলনা,
বরিশাল, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল ও স্থানীয় সরকার নির্বাচনে
ভোট কারচুপি ও নির্বাচন কমিশনের অযোগ্যতা ও ব্যর্থতার প্রতিবাদে এসব সমাবেশ হয়।

এসব সমাবেশে মেয়রপ্রার্থীদের মধ্যে বরিশালের
মজিবুর রহমান সারোয়ার, খুলনার নজরুল ইসলাম মনজু, রাজশাহীতে মোসাদ্দেক হোসেন বুলবুল,
চট্টগ্রামে শাহাদাত হোসেন, ঢাকা উত্তরে তাবিথ আউয়াল অংশ নেন।