ম্যাচ চলাকালীন সময়েই এ নিয়ে ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর সঙ্গে সংক্ষিপ্ত আলোচনার পর ৬২তম মিনিটে দি মারিয়াকে তুলে নেন কোচ মাওরিসিও পচেত্তিনো।
পরে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি কর্তৃপক্ষও। তাতে বলা হয়েছে, মার্কিনিয়োস নিজেই জানিয়েছেন ঘটনার সময় তার মা-বাবা বাড়িতে ছিলেন।
“তবে কেউ আঘাত পাননি এবং সবাই ভালো আছে…ফরাসি কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।”
২০১৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন সময়েও একবার তার বাড়িতে চুরির চেষ্টা করা হয়েছিল।
লেকিপের তথ্যমতে, দি মারিয়ার বাড়ি থেকে খোয়া যাওয়া ঘড়ি ও অলঙ্কারের মূল্য কমপক্ষে পাঁচ লাখ ইউরো।
দি মারিয়া-মার্কিনিয়োসদের বিপদের দিনে জেতেনি তাদের দলও। ঘরের মাঠে ম্যাচটি ২-১ গোলে হেরে শিরোপার লড়াইয়ে ৩ পয়েন্টে পিছিয়ে পড়েছে পিএসজি।