ক্যাটাগরি

ফেনীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২

পরশুরাম থানার ওসি মো. শওকত হোসেন জানান, রোববার সন্ধ্যায় মামলার পর রাতেই তাদের গ্রেপ্তার করা হয়।

গত ১০ মার্চ পরশুরামে ছয় বছরের এক শিশুকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। নারী ও শিশুনির্যাতন দমন আইনে রোববার সন্ধ্যায় থানায় মামলা করার পর রাতেই পুলিশ তাদের গ্রেপ্তার করে।

ওসি শওকত বলেন, সোমবার সকালে শিশুটির জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য আদালতে পাঠানো হবে। তাছাড়া গ্রেপ্তারকৃত দুইজনকেও আদালতে পাঠানো হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরের ব্যবস্থা নেবে পুলিশ।