রুলস অব বিজনেস সংশোধন করে তথ্য মন্ত্রণালয়ের নাম বদলে সোমবার গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ইংরেজি নাম হবে Ministry of Information and Broadcasting।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এর আগে সচিবালয়ে এক অনুষ্ঠানে জানিয়েছিলেন, স্বাধীনতার পরও তথ্য মন্ত্রণালয়ের নাম ছিল ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’। এখন মন্ত্রণালয়ের নাম বদলে আগের অবস্থানে ফিরিয়ে নিল সরকার।
এছাড়া সম্প্রচারের বিষয়টি তথ্য মন্ত্রণালয় দেখভাল করে বলে এবং এখন সম্প্রচারের ব্যাপকতা অনেক বেড়ে যাওয়ায় মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছিলেন তিনি।