ক্যাটাগরি

ময়মনসিংহে মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা 

সোমবার রাতে উপজেলার
সদর ইউনিয়নের রসুলপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত আনিসুর রহমান (৫০)
রসুলপুর গ্রামের প্রয়াত আহাম্মদ আলী চৌধুরীর ছেলে।  তিনি স্থানীয় একটি
এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক। 

স্থানীয় ইউপি সদস্য
আমিনুল ইসলাম ভুলু জানান, আনিসুর রহমান বাইসাইকেলে করে গ্যাস সিলিন্ডার নিয়ে বাড়ি
ফেরার পথে গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। 

“পরে উদ্ধার করে
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেন।” 

নান্দাইল থানার ওসি মিজানুর
রহমান আকন্দ বলেন, অজ্ঞাত হামলাকারীরা তাকে কুপিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম
করেছে। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

তবে কে বা কারা কী কারণে
তাকে হত্যা করেছে তা জানাতে পারেননি ওসি মিজানুর রহমান।