প্রথম ধাপের ৩৭১ ইউনিয়ন পরিষদের মধ্যে ৩০০টির প্রার্থী আগেই চূড়ান্ত হয়েছিল। সোমবার বাকি ৭১টির মধ্যে ৫৭টিতে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।
পাশাপাশি পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী পরিবর্তন করার কথা জানানো হয় দলের পক্ষ থেকে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুরে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভার মুলতবি সভা হয়। সেখানেই মনোনয়নের বিষয়গুলো চূড়ান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় পাঁচটি ইউনিয়ন পরিষদে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে পিরোজপুর জেলার মঠবাড়িয়ার মিরুখালী ইউপিতে মো. আবু হানিফ খান, নেছারাবাদের সমুদয়কাঠী ইউপিতে মো. হুমায়ুন কবির, বরগুনা জেলার বেতাগীর বেতাগী ইউপিতে মো. হুমায়ুন কবির, পটুয়াখালী জেলার দশমিনার আলীপুর ইউপিতে মো. মিজানুর রহমান, ঝালকাঠি জেলার কাঠালিয়ার আওরাবুনিয়া ইউপিতে মো. মিঠু সিকদারকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
৫৭ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হলেন- বরগুনার বামনায় বুকাবুনিয়া ইউপিতে মীর আসাদুজ্জামান, নরসিংদী জেলার পলাশের গজারিয়া ইউপিতে মো. বদুরুদ জামান ভূঞা, ডাংগা ইউপিতে মে. সাবের উল হাই, গাজীপুর জেলার কালীগঞ্জে তুমুলিয়ায় মো. আবু বকর মিঞা, বক্তারপুরে ম. আতিকুর রহমান আখন্দ, জাঙ্গালিয়ায় গাজী সারওয়ার হোসেন, বাহাদুরসাদীতে মো. শাহাবুদ্দিন (আহমেদ), জামালপুরে মো. মাহবুবুর রহমান, মোক্তারপুরে আলমগীর হোসেন।
সুনামগঞ্জ জেলার ছাতকের ভাতগাঁও ইউপিতে আওলাদ হোসেন, নোয়ারাইতে মো. আফজাল আবেদীন, সিংচাপইরে মো. মোজাহিদ আলী, লক্ষ্মীপুর জেলার রামগতির চর বাদাম ইউপিতে সাখাওয়াত হোসেন জসিম, চর পোড়াগাছায় মো. নুরুল আমিন, চর রমিজে মোজাহিদুল ইসলাম, কমলনগরের চর ফলকন ইউপিতে মোহাম্মদ মোশারেফ হোসেন, হাজিরহাটে মো. নিজাম উদ্দিন, তোরাবগেঞ্জ মীর্জা আশ্রাফুল জামাল রাসেল।
নোয়াখালী জেলার সুবর্ণচরের চরবাটা ইউপিতে মো. আমিনুল ইসলাম, চরক্লার্ক ইউপিতে আবুল বাসার, চরওয়াপদা আব্দুল মান্নান ভূঁইয়া, চরআমানউল্যাহ বেলায়েত হোসেন, পূর্বচরবাটা আবুল বাসার মঞ্জু, মোহাম্মদপুরে মহি উদ্দিন চৌধুরী, হাতিয়ার চরঈশ^র ইউপিতে মো. আলাউদ্দিন আজাদ, চরকিংয়ে মহিউদ্দিন আহমেদ, তমরদ্দিতে ফররুক আহমেদ, সোনাদিয়ার মেহেদী হাসান, বুড়িরচরে জিয়া আলী আকবর, জাহাজমারা এ টি এম সিরাজ উদ্দীন, নিঝুমদ্বীপে মো. দিনাজ উদ্দিন।
চট্টগ্রাম জেলার সন্দ্বীপের বাউরিয়া ইউপিতে মোহাম্মদ জিল্লুর রহমান, গাছুয়ায় মো. আবু হেনা, সন্তোষপুরে মোহাম্মদ মহিউদ্দিন, আমানউল্লায় মাহাবুল আলম নওশাদ, হরিশপুরে আবুল কাসেম মোল্যা, রহমতপুরে মোহাম্মদ ফরিদুল মাওলা, আজিমপুরে মো. আবদুল আজিজ, মুছাপুরে মো. আবুল খায়ের, মাইটভাঙ্গায় মোহাম্মদ মিজানুর রহমান, সারিকাইতে ফখরুল ইসলাম, মগধরায় এস এম আনোয়ার হোসেন, হারামিয়ায় মো. জসিম উদ্দিন।
কক্সবাজার জেলার মহেশখালীর হোয়ানক ইউপিতে মোহাম্মদ মোস্তফা কামাল, মাতারবাড়ীতে আবু হায়দার, কুতুবজোমে মো. শেখ কামাল, কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউপিতে মোহাম্মদ জাহাঙ্গীর সিকদার, বড়ঘোপে আবুল কালাম, দক্ষিণধুরংয়ে মোহাম্মদ আজম, কৈয়ারবিলে মো. আজমগীর, লেমশীখালীতে রেজাউল করিম, উত্তরধুরুংয়ে মো. ইয়াহিয়া খান, পেকুয়ার টেটং ইউপিতে জাহেদুল ইসলাম, টেকনাফের হ্ণীলা ইউপিতে রাশেদ মাহমুদ আলী, সাবরাংয়ে সোনা আলী, সেন্টমার্টিনে মোহাম্মদ মুজিবুর রহমান, টেকনাফে আবু ছৈয়দ, হোয়াইক্যংয়ে আজিজুল হক।
এর আগে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।
ওই দিনের যৌথসভায় লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। এরপর যাচাই-বাছাই শেষে ১১টি পৌরসভার মেয়র পদে দলের প্রার্থী চূড়ান্ত করা হয়। একই সঙ্গে সেদিন প্রথম দফার ৩৭১ ইউনিয়ন পরিষদের মধ্যে ৩০০টির প্রার্থী চুড়ান্ত করা হয়েছিল।