ক্যাটাগরি

জন্মদিনে কবীর সুমনের নতুন গান

মঙ্গলবার ‘সারাদিন বৃষ্টি’ শিরোনামে গানটি প্রকাশ করেছে ‘ইনরেকো’, যার সাবেক নাম হিন্দুস্তান রেকর্ড। ইনরেকোর ইউটিউব চ্যানেলে বিকালে গানটি প্রকাশ পেয়েছে।

কথা ও সুর কবীর সুমনের ছাত্রী রাকা ভট্টচার্য্যের।

গানটি প্রকাশের আগে সোমবার ফেইসবুকে কবীর সুমন এক ভিডিওতে বলেন, “জীবনে প্রথম আমি কোনো মহিলার লেখা ও সুরে গান করার সুযোগ পেলাম। তিনি রাকা ভট্টাচার্য্য। আমার ছাত্রী। অসামান্য গান। ভাবতে ভালো লাগছে, একজন মহিলা শিল্পীর রচনা ও সুরে গাইছি। ৪৭ বছর পরে আমি ইনরেকো থেকে রেকর্ড করেছি। যদি সকলে শোনেন আমাদের ভালো লাগবে।”

১২ ডিসেম্বর রাকার কথা ও সুরে কবীর সুমনের গাওয়া দুটি গান রেকর্ড হয়। অপর গানটির শিরোনাম, ‘কিছু দিন কিছু রাত।’

হিন্দুস্তান রেকর্ড বৃটিশ ভারতের প্রথম স্বদেশি রেকর্ড প্রতিষ্ঠান। ১৯৩২ সালে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দুস্তান রেকর্ড থেকে নিজের কণ্ঠে প্রথম গান রেকর্ড করেন। ১৯৭৩ সালে এখান থেকে বের হয় কবীর সুমনের দ্বিতীয় রবীন্দ্র সংগীত অ্যালবাম।

রাকা ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গান দুটি রেকর্ড হওয়ার পর অপেক্ষার যেন শেষ হচ্ছিলো না। অবশেষে একটি গান প্রকাশ পেল। একজন শিক্ষার্থীর জন্য এটি অত্যন্ত গর্বের। গুরু যখন তার ছাত্রীর তৈরি গান রেকর্ড করেন সেটার চেয়ে আনন্দের আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না।”

চার বছর আগে ২০১৬ সালে গান দুটির তৈরি বলে জানান রাকা।