নিহত আবু সাদেক (৫০) উপজেলার কবিচন্দ্রপুর গ্রামের লাল মিয়ার ছেলে।
গ্রামের রাস্তায় সোমবার রাত পৌনে ৯টার দিকে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে বলে কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানিয়েছেন।
আটক পিন্টু মিয়া (২৫) ওই গ্রামের আনোয়ার হোসেন ওরফে আনন্দ মিয়ার ছেলে।
ওসি স্থানীয়দের বরাতে বলেন, “পিন্টু মাদকাসক্ত। তার চিকিৎসা চলছে কিন্তু ওষুধ খেতে চান না। তবে সাদেকের অনুরোধে পিন্টু ওষুধ খান। সোমবার রাতে আকস্মিকভাবে সাদেককে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন পিন্টু। স্থানীয়রা তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
রাতেই পুলিশ অভিযান চালিয়ে পিন্টুকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি কাজী শাহ নেওয়াজ। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।