ক্যাটাগরি

বিকাশের প্রতিনিধি পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

নগরীর ইপিজেড থানার আকমল আলী রোড
থেকে সোমবার রাতে সোহেল রানা (২৪) নামের এই যুবককে গ্রেপ্তার করা হয়।

সোহলের বাড়ি মাগুরায় হলেও থাকেন চট্টগ্রামে।

র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে
জানানো হয়, গ্রেপ্তার রানা সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা কৌশলে বিভিন্ন ব্যক্তির বিকাশ
নম্বর সংগ্রহ করে কাস্টমার কেয়ার প্রতিনিধি পরিচয়ে ফোন করে।

পরে তারা কৌশলে গ্রাহকের পিন নম্বর
নিয়ে ওই নম্বর থেকে টাকা হাতিয়ে নেয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,
গ্রেপ্তার সোহেল বিভিন্ন বিকাশ এজেন্টের দোকানে অবস্থান করে সেখানে টাকা লেনদেন করতে
আসা গ্রাহকের নম্বর ছবি কৌশলে তুলে ফেলেন।

সঙ্গে সঙ্গে সেটি ইমোর মাধ্যমে সহযোগীদের
পাঠিয়ে দেন। একটু পরেই তারা কাস্টমার কেয়ার প্রতিনিধি সেজে ফোন করে পিন নম্বর জেনে
নেন।