ক্যাটাগরি

অশ্লীল ভিডিও তৈরির অভিযোগে পাঁচজন গ্রেপ্তার

মঙ্গলবার রাতে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সিআইডির
সাইবার ক্রাইম পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- কমেট মিডিয়ার পরিচালক মনির হোসেন রাজু, কেএমএইচ টিভির
পরিচালক কনটেন্ট ক্রিয়েটর, প্রযোজক ও অভিনেতা কাজী মনির হোসেন, ক্যামেরাম্যান রফিকুল
ইসলাম, ইউটিউব চ্যানেল এসকে আগুনের পরিচালক ও অভিনেতা এস কে আগুন, অভিনেতা-পরিচালক
আসিফ আরাফাত।

মঙ্গলবার সিআইডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিআইডির সাইবার ক্রাইম
কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টারের অতিরিক্ত উপমহাপরিদর্শক কামরুল আহসান বলেন, “ডিজিটাল
মাধ্যমে বিভিন্ন অশ্লীল ভিডিও তৈরি করে ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করে আসছিল
একটি চক্র। চক্রটি দেশের কয়েকটি জেলা, বিশেষ করে টাঙ্গাইল, সিরাজগঞ্জ এবং রাজবাড়িতে
বিভিন্ন হোটেল ও রিসোর্ট ভাড়া নিয়ে এসব ভিডিও তৈরি করত। তারা এসব ভিডিও তৈরি করে বিপুল
টাকা আয় করছে।”

তিনি বলেন, “গ্রেপ্তাররা জানিয়েছে, তারা অভিনয়ের কথা বলে আগ্রহী অভিনেতা-
অভিনেত্রীদের নিয়ে অশ্লীল ভিডিও তৈরি করে। পরে সেসব ভিডিও চটকদার শিরোনাম দিয়ে ইউটিউবসহ
বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার করে।

গ্রেপ্তারদের কাছ থেকে ক্যামেরা, হার্ড ড্রাইভ, পেনড্রাইভ ও মোবাইল
ফোন জব্দ করা হয়েছে। 

এমন ভিডিও তৈরিতে সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন
প্রশ্নে সিআইডির এই কর্মকর্তা বলেন, “আমরা মাত্র এই ধরনের অপরাধের বিরুদ্ধে কাজ শুরু
করেছি। আমাদের তদন্তে এরই মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠানের নাম পেয়েছি। ভিডিও তৈরিতে সহযোগিতা
করছে এমন কিছু হোটেল ও রিসোর্টের তথ্য পেয়েছি। এছাড়া তারা যে টাকা আয় করেছে তার খোঁজখবর
নেওয়া হচ্ছে। যদি কোনো অনিয়ম ধরা পরে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

সাইবার পুলিশের তদন্তে অশ্লীল ভিডিও কনটেন্ট তৈরির সঙ্গে জড়িত এমন
আরও ১৫-১৬টি চক্রের সন্ধান পাওয়া গেছে বলে জানান তিনি।

নকল পণ্য বাজারজাত, গ্রেপ্তার ৩

দেশে প্রচলিত বিভিন্ন
নামী-দামী ব্র্যান্ডের মোড়ক নকল করে নিত্যপণ্য প্যাকেটজাত করে বিক্রির অভিযোগে তিনজনকে
গ্রেপ্তার করেছে সিআইডি।

গোপন সংবাদের ভিত্তিতে
অভিযান চালিয়ে রোববার রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-
জাহিদুল ইসলাম (৩৫), আব্দুর কাদের (২৫) ও ইউনুছ আলী (১৯)। 

নকল পণ্য তৈরির মেশিন ও
ভেজাল পণ্য জব্দ করা হয়।