করোনাভাইরাস টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় রক্ত জমাট বেঁধে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে জার্মানি, ফ্রান্স, ইতালি, বুলগেরিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ের মতো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বেশ কয়েকটি দেশ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে টিকাদান কর্মসূচী স্থগিত করার পর ডব্লিউএইচও এ আহ্বান জানাল।
অ্যাস্ট্রাজেনেকার টিকা ও রক্ত জমাট বেঁধে যাওয়ার মধ্যে কোনো সম্পর্ক থাকার প্রমাণ মেলেনি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের টিকা বিষয়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা মঙ্গলবার এই টিকা নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসবেন বলে বিবিসি জানিয়েছে।
একই দিন ইউরোপিয়ান মেডিসিন এজেন্সিও (ইএমএ) বৈঠকে বসবে এবং বৃহস্পতিবার এ বিষয়ে তারা একটি সিদ্ধান্ত জানাতে পারে। তারাও টিকাটির ব্যবহার চালিয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেছে।
বিবিসি জানায়, অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার পর ইউরোপে রক্ত জমাট বাঁধার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত ইউরোপে অন্যান্য সময় রক্ত জমাট বাঁধার যত ঘটনা ঘটে টিকা গ্রহণের পরও সেই সংখ্যা তেমনই আছে, বাড়েনি।
অ্যাস্ট্রাজেনাকা কর্তৃপক্ষের দাবি, এখন পর্যন্ত ইইউভুক্ত দেশ এবং যুক্তরাজ্য মিলিয়ে প্রায় এক কোটি ৭০ লাখ লোক তাদের টিকা নিয়েছেন। সেখানে গত সপ্তাহে রক্ত জমাট বাঁধার ঘটনা ৪০টিরও কম।