সোমবার রাত পৌনে ৯টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু
হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
হাসপাতালের একজন মুখপাত্র
সাজ্জাদুর রহমান শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অসুস্থ বোধ করলে গত ১০ মার্চ ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। নমুনা পরীক্ষায় উনার সংক্রমণ ধরা পড়ে। আইসিইউতে তার মৃত্যু হয়।
সফর আলী ভূঁইয়া নরসিংদী সদর থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি। ২০১৯ সালের নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। মাধবদী থানা আওয়ামীলীগের আহ্বায়ক ছিলেন তিনি।
নতুন করোনাভাইরাসে সোমবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৯ হাজার ১৬৮ জন। এই রোগে আক্রান্ত হয়ে সরকারি হিসেবে মৃত্যু হয়েছে ৮ হাজার ৫৭১ জনের।