ক্যাটাগরি

গাজীপুরে টাওয়ার ভেঙে দুই শ্রমিক নিহত

মঙ্গলবার দুপুরে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত স্পিড ওয়াল
সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামালপুর সদরের বাসিন্দা সোহাগ সরকার (২৫) এবং মো. সুমন
(৪০)।

টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্পিড
উয়াল সিএনজি স্টেশনের সামনে মেসার্স নেটওয়ার্ক কোম্পানির ঠিকাদার সেকান্দার আলীর তত্ত্বাবধানে
বৈদ্যুতিক টাওয়ার অপসারণের কাজ চলছিল।

“হঠাৎ টাওয়ারটি গোড়া থেকে বাঁকা হয়ে পড়ে যায়। এ সময় শ্রমিকরা টাওয়ারের
নিচে চাপা পড়েন।”

ঘটনাস্থলেই সোহাগ এবং সুমন নিহত হন। এছাড়া সাইফুল গুরুতর আহত হন। সাইফুলকে
উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ
মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেন তিনি।