নিহত
মনোয়ারা বেগম (৬০) সদর উপজেলার পাইককান্দি গ্রামের ইউসুফ ফকিরের স্ত্রী।
সদর
উপজেলার ঘোষগাতি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি নিহত
হন বলে সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান।
তিনি
বলেন, রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস মনোয়ারাকে চাপা
দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
বাসসহ
চালক রবিউল মিয়াকে জেলার কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া থেকে আটক করা হয়েছে বলে জানান ওসি
মনিরুল ইসলাম।